শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৬ জানুয়ারী ২০২৫ ১৬ : ১৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু, গুজরাটের পর এবার কলকাতা। শহরে এবার এইচএমপিভির থাবা। আক্রান্ত ছ’ মাসের শিশু। সূত্রের খবর তেমনটাই। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, দিন কয়েক আগে বেশকিছু শারীরিক সমস্যা নিয়ে শিশু হাসপাতালে ভর্তি হলেও, এই মুহূর্তে সুস্থ রয়েছে শিশুটি। বেশ কয়েকমাস আগে ওই শিশুটি আক্রান্ত হয়েছিল বলে জানা গিয়েছে। শহরের একটি বেসরকারি হাসপাতালে চলে চিকিৎসা। ওই হাসপাতাল সূত্রে খবর, শিশুটির বয়স ছ' মাস। ওই হাসপাতালে বেশকিছু উপসর্গ নিয়ে ভর্তি হয় সে। তারপরেই চলে চিকিৎসা। বর্তমানে সম্পূর্ণ সুস্থ সে, তেমনটাই জানানো হয়েছে হাসপাতালের তরফে।
চিনে দাপিয়ে বেড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। উপচে পড়ছে সে দেশের বহু হাসপাতাল। আক্রান্তদের বেশির ভাগই শিশু। এবার ভারতে এইচএমপিভি-তে আক্রান্তের সন্ধান মিলল। বেঙ্গালুরুতে একটি তিন মাসের ও একটি আট মাসের শিশুর দেহে এইচএমপিভি-র সন্ধান মিলেছে। একটি বেসরকারি হাসপাতালে শিশু দু'টির চিকিৎসা চলছে। সাম্প্রতিক সময়ে কোথাও ঘুরতে যায়নি বলে জানা গিয়েছে। তার কয়েকঘণ্টার মধ্যে গুজরাটেও এক শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাসের খোঁজ মেলে। অর্থাৎ, সোমবারেই জানা গেল, দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা চার। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গেই, লাফিয়ে বাড়ছে আতঙ্ক।
২০০১ সালে প্রথম আবিষ্কার হয় হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা এইচএমপিভি। চিনে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। মূলত ১৪ বছর বয়সের নীচের শিশু এবং বয়স্করা এতে আক্রান্ত হচ্ছেন। ভাইরাসের প্রকোপে প্রচুর মানুষ হাসপাতালমুখী হচ্ছেন। গত বছর ৩২৪ জন এইচএমপিভি-তে আক্রান্ত হয়েছিলেন চিনে। ২০২৩ সালে সেই সংখ্যাটি ছিল ২২৫।
যদিও চিনের তরফ থেকে দাবি করা হয়েছে এইচএমপিভি নতুন কিছু নয়। এর উপসর্গ অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে চিন। পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সী শিশু, সদ্যোজাত এবং ৬৫ বছরের উপরের বয়স্কদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। চিনে এইচএমপিভি-র পাশাপাশি, ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড ১৯-এর উপদ্রব দেখা দিয়েছে। ভিড় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে চিন সরকারের তরফ থেকে। মালয়েশিয়াতেও এইচএমপিভি উপসর্গের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রোজ। সে দেশেরও সরকার জনগণকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে।
চিকিৎসকরা জানাচ্ছেন, ১৪ বছরের নিচের শিশুদের আক্রান্ত হওয়ার হার অনেক বেশি হলেও, মূলত পাঁচ বছরের নিচে বয়স যাদের, সেসব শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি পরিমাণে। এই রোগের চিকিৎসা বলতে মূলত সময় থাকতে সতর্কতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকরা।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

কলকাতা পুলিশ কোয়ার্টারে স্বাস্থ্য শিবির: টেকনো ইন্ডিয়া ও পুলিশের যৌথ উদ্যোগে জনসেবার নতুন দিশা